২৭ জুলাই, ২০২২ ১৬:৫৮

পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক

পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকে পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ার দিয়েছে বেইজিং।

ওয়াশিংটন ও বেইজিংয়ের চলমান উত্তেজনার মধ্যে কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন। আগামী আগস্টে পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের কথা রয়েছে।

গত শনিবার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে চীনের হুমকি সম্পর্কে জানেন এমন ছয়জনকে উদ্ধৃত করে বলা হয়, তাইওয়ান নিয়ে ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের যেকোনো হুমকির চেয়ে এবারের হুমকি কঠোর। তারা বলছেন, চীনের দেওয়া এবারের হুমকিতে সামরিক উপায়ে পরিস্থিতির জবাব দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত রয়েছে।

বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র পেলোসির সফর নিয়ে এগিয়ে গেলে, চীনের দৃঢ় অবস্থানকে চ্যালেঞ্জ জানালে তাদের পরিণাম ভোগ করতে হবে।

পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর চীনের জন্য চূড়ান্ত সীমা অতিক্রম— এ আশঙ্কা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এখনো সফরের অনুমোদন দেয়নি।

আগামীকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে ফোনালাপ হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে দুই নেতার মধ্যে তাইওয়ান, ইউক্রেন ও অর্থনৈতিক প্রতিযোগিতা–সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর