২৭ জুলাই, ২০২২ ১৭:৫৯

ভূমধ্যসাগরে তেল অনুসন্ধানে নামছে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুলহামিদ

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে তেল অনুসন্ধানে নামছে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুলহামিদ

তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুলহামিদ হান

ভূমধ্যসাগরে তেলসহ হাইড্রোকার্বন অনুসন্ধানে নামছে তুরস্কের অত্যাধুনিক জাহাজ আব্দুলহামিদ হান। মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ জানিয়েছেন, বন্দর শহর মেরসিন থেকে আব্দুলহামিদ হান নামের জাহাজটি যাত্রা করবে।

উসমানীয় খিলাফতের একজন সুলতানের নামে ৭৮০ ফুট দীর্ঘ এবং ১৩৭ ফুট প্রস্থের আব্দুলহামিদ হান জাহাজটির নামকরণ করা হয়েছে।

এক টেলিভিশন সাক্ষাতে ফাতিহ দনমেজ বলেন, মারসিন থেকে ৯ আগস্ট এই জাহাজ প্রথম মিশনে পাঠানো হবে। এটি হাইড্রোকার্বন অনুসন্ধানের জন্য তিনটি জাহাজের বহরে যুক্ত হবে।

এ মাসের শুরুর দিকে জাহাজটির নোঙ্গরস্থলে পরিদর্শনে যান দনমেজ। জাহাজটিকে তিনি বিশ্বের সপ্তম প্রজন্মের পাঁচটি জাহাজের মধ্যে একটি বলে উল্লেখ করেন ।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর