২৮ জুলাই, ২০২২ ১২:৩৬

সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা: ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা: ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা

স্টিফেন লোভগ্রোভ।

পশ্চিমা বিশ্ব পরমাণু যুদ্ধে প্রবেশের ঝুঁকিতে আছে, কারণ তারা রাশিয়া ও চীনের সাথে যথেষ্ট যোগাযোগ বা আলাপ রাখছে না-এমনটাই বলেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন লোভগ্রোভ। 

তার দাবি, স্নায়ুযুদ্ধের আমলেও প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের মধ্যে এরচেয়ে ভালো যোগাযোগ ও বোঝাপড়া ছিল। আজকার যোগাযোগহীনতার ফলে ফলে ভুল বোঝাবুঝির সংখ্যাও বাড়ছে বলে মনে করেন এই নিরাপত্তা উপদেষ্টা।

লোভগ্রোভ বলেছেন, আমরা এক নতুন জামানায় প্রবেশ করেছি, যেখানে ভয়ংকর অস্ত্রগুলো আরও সহজলভ্য। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ফোনালাপ কেন্দ্র করেই এইসব কথা বলেছেন ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা। তাইওয়ান ইস্যুতে দুই নেতার ফোনালাপের কথা রয়েছে।

লোভগ্রোভ মনে করেন, স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে সমঝোতার মাধ্যমে লাভবান হয়েছিল পশ্চিমারা। তিনি বলেন, ‘সেই আলোচনা উভয় পক্ষকেই আত্মবিশ্বাস দিয়েছিল, যে কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকি রোধের ক্ষেত্রে আমরা ভুল বোঝাবুঝি এড়াতে পেরেছিলাম।’


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর