৩১ জুলাই, ২০২২ ০৮:০৪

মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল স্থানীয় সময় শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শনিবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে হকুল বলেন, ‌‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।’

গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেন, ‘সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে নিউইয়র্কে। সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক শহরের বাসিন্দা।’

তিনি বলেন, ‘আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি। আরও ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা ও নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।’

গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট ও নার্সদের জন্য প্রযোজ্য হবে।

সূত্র : পার্সটুডে, এনবিসি নিউজ
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর