১ আগস্ট, ২০২২ ২০:৩৮

‘আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীপর্যায়ের বৈঠকে মিয়ানমার বাদ’

অনলাইন ডেস্ক

‘আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীপর্যায়ের বৈঠকে মিয়ানমার বাদ’

মিয়ানমারে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে আসিয়ান

আগামী বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীপর্যায়ে তিন দিনব্যাপী বার্ষিক বৈঠকে বসতে যাচ্ছে। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এ বৈঠকে আসিয়ান মিয়ানমারকে অংশ নিতে দিচ্ছে না।

সোমবার জোটের চেয়ারপারসনের মুখপাত্র জানান, বৈঠকে অংশ নিতে মিয়ানমারকে জান্তা সদস্য নন, এমন কোনো বেসামরিক প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছিল। দেশটি এ প্রস্তাবে রাজি হয়নি। তাই এবারের বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে দেওয়া হবে না।

এবারের বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তাই এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর এক বছরের বেশি সময় ধরে চলা বিক্ষোভ-প্রতিবাদে মিয়ানমারে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিক্ষোভ দমনের নামে নিজ দেশের মানুষের ওপর শক্তি প্রয়োগের সমালোচনা করেছে আসিয়ান। মিয়ানমারে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে এ জোট।

পূর্বে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের শীর্ষ বৈঠকে যোগ দেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তবে আসিয়ানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে খুব একটা আগ্রহী হতে দেখা যায়নি তাকে। এটা নিয়ে জান্তা সরকারের সঙ্গে আসিয়ানের দূরত্ব বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলো।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর