২ আগস্ট, ২০২২ ১৫:০১

‘নিষিদ্ধ বিদেশি অনুদান’ গ্রহণ নিয়ে যা বলছে পিটিআই

অনলাইন ডেস্ক

‘নিষিদ্ধ বিদেশি অনুদান’ গ্রহণ নিয়ে যা বলছে পিটিআই

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) মঙ্গলবার এক রায়ে বলেছে, তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) বিদেশ থেকে নিষিদ্ধ অনুদান গ্রহণ করেছে। এ জন্য দলটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে তিন সদস্যের এক বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।

রায়ের পর এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের সিনিয়র সহ সভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন,  যেসব অর্থ দেশে অনুদান হিসেবে পিটিআই পেয়েছে সবই এসেছে বিদেশে অবস্থান করা পাকিস্তানিদের কাছ থেকে। এটা বিদেশি ফান্ডিং না নির্বাচন কমিশন সেটা স্বীকারও করেছে। ১৬টি অ্যাকাউন্ট বৈধ ছিল যা পরবর্তীতে পিটিআই প্রমাণ করবে মন্তব্য করে তিনি বলেন, জনগণের থেকে তহবিল গোপন করার অধিকার কোনো দলের নেই।

তিনি বলেন, আমি বুঝতে পারছি না কেন পিএমএল-এন, জেইউআই এবং পিপিপি প্রবাসী পাকিস্তানিদের শত্রু বানাচ্ছেন। আমরা প্রবাসী পাকস্তানিদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করি এবং তারাই পিটিআইকে অব্যাহতভাবে সহায়তা দিয়ে আসছে।

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, যে মামলাটি হয়েছিল সেটি কোনোভাবেই ‘নিষিদ্ধ অনুদানের’ মামলা ছিল না। এমনকি যেসব ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে দলের প্রধানের কোনো যোগসূত্রও নেই।সূত্র: জিও নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর