৬ আগস্ট, ২০২২ ১৭:৩০

বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে ১৫০০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে ১৫০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে ঝড়বৃষ্টি-বজ্রপাত ও বিমানকর্মী সংকটে অন্তত ১৫শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে রাজধানী ওয়াশিংটনে। 

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত অন্তত দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দেশটিতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে রাজধানী ওয়াশিংটনে। তারপরই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের তিন বিমানবন্দর-লা গুরাদিয়া, লিবার্টি ইন্টারন্যাশনাল ও রেগান ন্যাশনাল এয়ারপোর্ট।

যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইনসের ১ হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বিগত ছয় সপ্তাহের মধ্যে ওই দিন দেশটিতে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয়েছে।

সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এয়ারলাইনসটির আরও ১ হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে। 

সাউথইস্ট এয়ারলাইনস বলছে, ‘আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। এ সপ্তাহে দেশজুড়ে আমাদের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’

সূত্র: সিএনএন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর