৬ আগস্ট, ২০২২ ১৭:৩৪

কেন ইউক্রেনকে আরও ১০০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র?

অনলাইন ডেস্ক

কেন ইউক্রেনকে আরও ১০০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনকে আরও ১০০ বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার মধ্যে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র, সামরিক চিকিৎসা সরঞ্জামও থাকছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‍রুশ সেনা অভিযানের পর এখন পর্যন্ত ইউক্রেনকে ৮৮০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এখনও এই নতুন সামরিক সহায়তা প্যাকেজে সই করেননি।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), ন্যাশনাল সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমও থাকছে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর ঘোষণা দিয়েছে, ইউক্রেনের আহত সেনারা জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে পারবে। 

তবে কোন কারণে এই সহায়তা দেওয়া হচ্ছে, কবে নাগাদ এই সামিরক সহায়তা ইউক্রেনে পৌঁছাবে বা বিলটিতে কবে নাগাদ বাইডেন সই করবেন; সে বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি হোয়াইট হাউজ কিংবা পেন্টাগন।

যদিও রাশিয়ার দাবি, ইউক্রেনকে সামরিক সহায়তা করে মস্কোর সাথে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর