৬ আগস্ট, ২০২২ ১৮:১৩

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট আরও কতোদিন সিঙ্গাপুরে থাকবেন?

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট আরও কতোদিন সিঙ্গাপুরে থাকবেন?

গোতাবায়া রজাপাকসে।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে আরও দুই সপ্তাহ সিঙ্গাপুরে থাকতে দেওয়ার অনুরোধ করা হয়েছে। আর সেই অনুরোধটি করেছে খোদ শ্রীলঙ্কান সরকার।

স্থানীয় সূত্রের বরাতে আজ শনিবার তেমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হিসেব অনুযায়ী ১১ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কা থাকতে পারবেন গোতাবায়া। ১৪ জুলাই সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছিলেন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো গোতাবায়া। তারপর দুই দফায় তাকে মোট ২৮ দিন থাকার অনুমতি দেয় সিঙ্গাপুর। 

তবে এনডিটিভির প্রতিবেদন বলছে, গোতাবায়াকে আরও কিছুদিন থাকতে দেওয়ার জন্য সিঙ্গাপুরের কাছে অনুরোধ করেছে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকার।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর