৯ আগস্ট, ২০২২ ১৫:০৭

নিজেদের রকেটে মহাকাশে ইরানের স্যাটেলাইট পাঠাল রাশিয়া

অনলাইন ডেস্ক

নিজেদের রকেটে মহাকাশে ইরানের স্যাটেলাইট পাঠাল রাশিয়া

ইরানের একটি মহাকাশ লঞ্চার সেন্টার

মহাকাশে ইরানের তৈরি ‘খৈয়াম’ স্যাটেলাইট পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস সয়ুজ রকেটে দক্ষিণ কাজাখস্তানে অবস্থিত স্পেসসেন্টার থেকে সোমবার স্থানীয় সময় ৮টা ৫২ মিনিটে এই স্যাটেলাইট পাঠায়।

এই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি পাবে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইরান এই তথ্য প্রত্যাখান করে বলেছে, স্যাটেলাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে এবং একমাত্র তারাই কাজ চালাতে পারবেন।

ইরানের মহাকাশ সংস্থা সোমবার পাঠানো ‘খৈয়াম’ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে প্রথম কোনো তথ্য পাওয়ার দাবি করেছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও  ইরান সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে। জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করেন। পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, পশ্চিমাদের ভেলকির (প্রতারণা) বিরুদ্ধে তেহরান-মস্কোকে সতর্ক থাকতে হবে। সূত্র: জেরুজালেম পোস্

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর