১২ আগস্ট, ২০২২ ১৮:২৭

ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে, হুমকি মেদভেদেভের

অনলাইন ডেস্ক

ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে, হুমকি মেদভেদেভের

জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের আশঙ্কা

ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুমকি প্রদান করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো যখন জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছে, সে সময় দিমিত্রি মেদভেদেভ হুমকি দিয়ে বললেন, ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে।

ইউক্রেন অভিযোগ তুলছে, পরমাণু কেন্দ্র থেকে তাদের শহরে গুলি ছুড়ছে রাশিয়া। কিন্তু পরমাণু কেন্দ্রে ঝুঁকি থাকায় তাদের সেনারা পাল্টা গুলি ছুড়তে পারছে না।

ইউক্রেনের আরও অভিযোগ, পরমাণু কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় রুশ সেনারা গোলাবর্ষণ করে ইউক্রেনের ওপর দোষ চাপাচ্ছে।

এ ইস্যুতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, কিয়েভ এবং তার মিত্ররা বলছে, ‘এটা রাশিয়া করছে যা নিশ্চিতভাবে শতভাগ অর্থহীন কথা।’  তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নেও পারমাণবিক কেন্দ্র আছে সেটা ভুলে যাওয়া উচিত নয়। সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে।

জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ ইন্টারন্যাশনাক অ্যাটোমিক এনার্জি এজেন্সি জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ নিয়ে বিপর্যয়ের সতর্ক করেছে। সেখানে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। যদিও কেন্দ্রটি পর্যবেক্ষণের আয়োজন করতে সক্ষম হয়নি তারা।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর