১২ আগস্ট, ২০২২ ২০:১৯

গাজায় নিহত শিশুর সংখ্যা নিয়ে মিশেল ব্যাচলেটের উদ্বেগ

অনলাইন ডেস্ক

গাজায় নিহত শিশুর সংখ্যা নিয়ে মিশেল ব্যাচলেটের উদ্বেগ

ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক সহিংসতায় নিহত শিশুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সংঘাতের সময় শিশুদের আঘাত করা অত্যন্ত পীড়াদায়ক এবং শিশু হত্যা এবং পঙ্গু করা বিবেকবর্জিত ঘটনা।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসারে– গত সপ্তাহে সহিংসতায় ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ শিশু ও চার নারীসহ অন্তত ২২ জন বেসামরিক নাগরিক।

মিশেল ব্যাচলেট বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত নাজুক। নাবলুসের মতো ঝুঁকিপূর্ণ ঘটনা গাজায় আরও অরাজকতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক রীতি মেনে আগ্নেয়াস্ত্র ব্যবহারে আরো কঠোরতা নিশ্চিত করাসহ রক্তপাত বন্ধে সর্বোচ্চ সংযম প্রয়োজন। সূত্র: আরব নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর