১৪ আগস্ট, ২০২২ ০৯:৫৯

রাবার রফতানিতে আবারো শীর্ষে থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

রাবার রফতানিতে আবারো শীর্ষে থাইল্যান্ড

ফাইল ছবি

চলতি বছরের প্রথমার্ধে প্রাকৃতিক রাবার রফতানিকারক দেশগুলোর তালিকায় আবারো শীর্ষ স্থানে উঠে এসেছে থাইল্যান্ড।  দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাবার অথরিটি অব থাইল্যান্ড জানায়, চলতি বছরের প্রথমার্ধে তারা ২১ লাখ ৯০ হাজার টন রাবার রফতানি করেছে। যার মূল্য ৭ কোটি ৫ লাখ বাথ। এবার তাদের মোট রাবার রফতানি ৪২ লাখ ৭০ হাজার টনে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। সে হিসেবে গত বছরের তুলনায় রফতানি ৩ দশমিক ৪১ শতাংশ বাড়তে পারে। বছরের প্রথম ছয় মাসের রফতানির অর্ধেকই (৪৯ শতাংশ) সরবরাহ করা হয়েছে চীনে। দেশটি থাই রাবার ও রাবারজাত পণ্যের সবচেয়ে বড় বাজার।

জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৪ লাখ ২০ হাজার টন প্রাকৃতিক ও সিনথেটিক রাবার থাইল্যান্ড থেকে আমদানি করেছে। গত বছরের তুলনায় দেশটি থেকে আমদানি ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

এদিকে বছরের প্রথমার্ধে ১০ শতাংশ রফতানি বৃদ্ধির মাধ্যমে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে মালয়েশিয়া। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র রফতানি ৭ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে জাপানের রফতানি ৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার রফতানি ৪ শতাংশ বেড়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর