নিজ হাতে মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের খবর অনুসারে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে মোহাম্মদ বিন সালমান পরিচ্ছন্নতার এই কাজ করেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নেওয়ার আগে কাবা তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।
কাবা শরিফ পরিচ্ছন্নতার সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল উপস্থিত ছিলেন। সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান। কর্মসূচিতে সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বিডিপ্রতিদিন/কবিরুল