শিরোনাম
২৩ আগস্ট, ২০২২ ১১:৩৪

রুশ হামলায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ

অনলাইন ডেস্ক

রুশ হামলায় ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ

সংগৃহীত ছবি

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত ছয় মাসে রুশ এই অভিযানে  এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের এক কমান্ডার এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালিরি জালুঝানি সোমবার বলেন, প্রায় ৯ হাজার বীর প্রাণ হারিয়েছেন। তাদের সন্তানদের পরিচর্যার প্রয়োজন।

এই যুদ্ধের সময় রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি। তবে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়া ৭০ হাজার থেকে ৮০ হাজার সৈন্য হারিয়েছে। তারা হয় নিহত হয়েছে, কিংবা আহত হয়েছে। তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

জাতিসংঘের দেওয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ৫,৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭,৮৯০ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর