২৪ আগস্ট, ২০২২ ১৫:১৫

শান্তি ও বিজয় ছাড়া যুদ্ধের সমাপ্তি দেখছেন না জেলেনস্কি

অনলাইন ডেস্ক

শান্তি ও বিজয় ছাড়া যুদ্ধের সমাপ্তি দেখছেন না জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্তির ৩১ তম দিবস পালন করছে ইউক্রেন। এছাড়া প্রতিবেশী রাশিয়ার আক্রমণের ৬ মাস পূর্তিও আজ।

দিবসটিতে এক আবেগপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার আক্রমণের মাধ্যমে ইউক্রেন দ্বিতীয়বার জন্ম নিয়েছে। জেলেনস্কি বলেন, যখন শান্তি ছিল তখনও যুদ্ধ শেষ দেখেনি ইউক্রেন। যদিও কিয়েভ বিজয়ী ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় একটি নতুন জাতির আবির্ভাব দেখে বিশ্ব। এটা শুধু জন্মায়নি বরং দ্বিতীয়বার জন্মেছে।

রাশিয়ার আক্রমণে তার দেশ চিৎকার করেনি, কাঁদেনি কিংবা ভয় পায়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে যুদ্ধ সমাপ্তির অর্থ কী? আমরা বলি শান্তি, আমরা বলি বিজয়। সূত্র: গার্ডিয়ান

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর