২৫ আগস্ট, ২০২২ ০৮:০৯

ইউক্রেনের রেল স্টেশনে মিসাইল হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত, দাবি জেলেনস্কির

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রেল স্টেশনে মিসাইল হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত, দাবি জেলেনস্কির

ইউক্রেনের রেল স্টেশনে মিসাইল হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত, দাবি জেলেনস্কির

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চ্যাপলিন শহরে একটি রেল স্টেশনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলার ছয় মাস পূর্তির দিন বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। 

ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া। 

রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া। তবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। 

জেলেনস্কি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও ডোনেটস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া।

জেলেনস্কি আরও বলেন, ট্রেনের পাঁচটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর