ইরাকের যৌথ অভিযানিক কমান্ড রাজধানী বাগদাদে কারফিউ ঘোষণা করেছে। প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে তার সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালান। এরপর দেশটির যৌথকমান্ড এই ঘোষণা দিল।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, মাসব্যাপী রাজনৈতিক সংকটের পর ইরাকের রাজনীতিতে ফের নতুন উদ্বেগের সৃষ্টি হবে।
সোমবার টুইটারে এক বার্তায় মুক্তাদা আল সদর লেখেন, রাজনীতি থেকে আমি নিজেকে চূড়ান্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিলাম।রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় আল সদর, তার রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে লেখেন– তার সংস্কারের ডাকে সাড়া মেলেনি।
তার আগে শনিবার মুক্তাদা আল সদর সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক দলগুলোকে পদত্যাগ করে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানান। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের হানা দেওয়ার পর থেকে যেসব দল ও ব্যক্তিবর্গ দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে সেসব দল ও ব্যক্তিবর্গের নির্মূল দাবি করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল