শিরোনাম
৩১ আগস্ট, ২০২২ ১৫:৩৫

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল গুগল প্লে থেকে নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল গুগল প্লে থেকে নিষিদ্ধ

ডোনাল্ড ট্রাম্প

ফেসবুক-টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজেই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম আনার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণা মতো ট্রুথ সোশ্যাল প্রতিষ্ঠা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে সেটি নিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এবার  ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে গুগল প্লে থেকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।

এই পদক্ষেপটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ ডাউনলোড করা কঠিন করে তুলবে। গুগল বলেছে, শারীরিক হুমকি এবং সহিংসতার প্ররোচনার মতো বিষয়বস্তু নিষিদ্ধ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে ট্রুথ সোশ্যাল। তারা গুগলের নীতিমালা মেনে চলার পরামর্শ মানেনি।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গায় প্ররোচনার অভিযোগে ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হন ট্রাম্প। দুটি মাধ্যমেই তিনি বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে টুইটারে প্রচুর টুইট করতেন তিনি। ফেসবুক-টুইটার থেকে বহিষ্কৃত হয়ে তিনি নিজের প্ল্যাটফর্ম চালু করেন।

প্ল্যাটফর্মটির দাবি, সেখানে মুক্তভাবে মতামত প্রকাশ করা যায়। তবে, সেখানে কী বলা যাবে, কী যাবে না, তার নির্দিষ্ট তালিকা আছে।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর