৭ সেপ্টেম্বর, ২০২২ ১৮:০৭

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ আলবেনিয়ার

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ আলবেনিয়ার

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা

ইরানের সঙ্গে কূটনীতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে আলবেনিয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিক এবং দূতাবাস কর্মকর্তাদের আলবেনিয়া ছাড়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, গত জুলাইয়ে আলবেনিয়ায় ভয়াবহ সাইবার আক্রমণ হয়। সেই ঘটনার তদন্ত করার পর আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন। প্রধানমন্ত্রী রামা টেলিভিশনে এক ভিডিও বার্তায় বলেন, ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, এটা তাদের কর্মের উপযুক্ত জবাব। তাদের সাইবার আক্রমণে আমাদের সরকারি পরিষেবা অকার্যকর হয়ে যায়, ডিজিটাল সিস্টেম মুছে যায় এবং রাষ্ট্রের রেকর্ড হ্যাক হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর