৭ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক মাসের কম সময়ে দ্বিতীয়বারের মতো  চালানো এই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ স্পেস ঘাঁটি থেকে বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে পরীক্ষায় পরমাণু অস্ত্র (ওয়্যারহেড) না থাকলেও সংঘাতের সময়  ওয়্যারহেড থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এর আগে গত ১৬ আগস্ট এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর