৯ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৩

বালমোরাল ছেড়েছেন ব্রিটিশ রাজা চার্লস

অনলাইন ডেস্ক

বালমোরাল ছেড়েছেন ব্রিটিশ রাজা চার্লস

গাড়িতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

বালমোরাল রাজপ্রাসাদ ছেড়েছেন রাজা তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রাজা চার্লস স্ত্রী ক্যামিলাকে (এখন কুইন কনসর্ট) নিয়ে লন্ডনে ফিরবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস শুক্রবার ভাষণ দেবেন। রাজা হিসেবে এটা হবে তার প্রথম ভাষণ। চার্লসের ভাষণে কী কী থাকছে, তার বিশদ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি রাজপ্রাসাদ।

রানির শেষকৃত্য আয়োজন ও রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের জন্য ১০ দিনের যে পূর্বপরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবেই ভাষণ দেবেন চার্লস।

বিডিপ্রতিদিন/কবিরুলCharles and Camilla leaving Balmoral

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর