১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১২

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

সংগৃহীত ছবি

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় এলাকায় রবিবার ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পে উপকূলীয় শহর মাদাং ও পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা সংকেত জারি করেছে। তবে তারা এটাও জানিয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত নেই। 

ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনির কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রস্থলের কাছাকাছি শহর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে রাজধানী পোর্ট মোর্সবি পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে৷

গোরোকার একটি বিশ্ববিদ্যালয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি এবং ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় ভবনের দেয়াল এবং জানালার ছাউনিতে বড় ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে কাছের লা ও মাদাংয়ের স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, আগের ভূমিকম্পগুলোর তুলনায় রবিবার কম্পন অনেক বেশি ছিল।

মাদাং এর কাছে জাইস আবেন রিসোর্টের কর্মী হিভি আপকোর বলেছেন, ভূমিকম্প ছিল খুব শক্তিশালী, মনে হচ্ছিল সমুদ্রের উপর বসে আছি, সবকিছু ভাসছে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর