১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১৮

আফগানিস্তানের পানশিরে ৪০ বিদ্রোহীকে হত্যার দাবি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পানশিরে ৪০ বিদ্রোহীকে হত্যার দাবি

আফগানিস্তানের মানচিত্রে পানশির প্রদেশ

উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশে ৪০ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে ক্ষমতাসীন তালেবান। নিহতদের মধ্যে চারজন কমান্ডার আছে বলেও দাবি করা হয়েছে।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে পানশির প্রদেশে আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ তালেবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তালেবান ১ মাস পর অর্থাৎ ওই বছরের সেপ্টেম্বরে বিদ্রোহীদের হঠিয়ে পানশিরে বিজয় ঘোষণা করে।

কিন্তু বিদ্রোহী বাহিনী এনআরএফ বলে আসছে, ক্ষমতাসীন তালেবানের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করে আসছে। যদিও তালেবান ব্যাপক লড়াইয়ের তথ্য অস্বীকার করে বলেছে, সমগ্র আফগানিস্তান তাদের নিয়ন্ত্রণে আছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পানশিরের রেখা, দারা এবং আফসার এলাকায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১০০ জনের বেশি বিদ্রোহীকে আটক করা হয়েছে।

তবে বিদ্রোহী বাহিনী (এনআরএফ) এর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তালেবান নিহতের সংখ্যা বাড়িয়ে বলছে। তাদের অল্প সংখ্যক সদস্য নিহত ও আটক হয়েছে বলে দাবি করেন তিনি। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর