১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১২

ইউক্রেনে রাশিয়া ‘খুব সম্ভবত’ ইরানের ড্রোন ব্যবহার করেছে: যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়া ‘খুব সম্ভবত’ ইরানের ড্রোন ব্যবহার করেছে: যুক্তরাজ্য

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করে

ইউক্রেনে রাশিয়া খুব সম্ভবত ইরানের ড্রোন ব্যবহার করেছে। এই তথ্য সঠিক হলে– যুদ্ধের ৬ মাসের বেশি সময়ে রাশিয়া এই প্রথম ইরানের ড্রোন ব্যবহার করল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রাত্যহিক বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

কিয়েভ উত্তরপূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে একটি চালকবিহীন আকাশ যান (ইউএভি) গুলি করে ভূপাতিত করার পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করল।

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করে যা ধ্বংস হওয়া ড্রোনের অংশ বলে মনে হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ছবির সঙ্গে ইরানের সাহেদ-১৩৬ ড্রোনের মিল রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান।  যদিও তেহরান এটা অস্বীকার করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‍যুদ্ধের ফ্রন্টলাইনে সাহেদ-১৩৫ ড্রোনের পতন নির্দেশ করে, ইউক্রেনের আরও এলাকায় রাশিয়া কৌশলগত হামলার চেষ্টা করছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরান ও উত্তর কোরিয়া থেকে অস্ত্র পাওয়ার চেষ্টা করছে মস্কো।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর