১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৮

মোদির জন্মদিনে ৭০ বছর পর ভারতে ফিরেছে চিতা

অনলাইন ডেস্ক

মোদির জন্মদিনে ৭০ বছর পর ভারতে ফিরেছে চিতা

১৯৫২ সালে ভারতে চিতাকে পুরোপুরি রূপে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর কেটে গেছে ৭০ বছর, এবার সেই হারানো চিতাকে আবারও ফেরত পেয়েছে ভারত।

তবে বিলুপ্ত চিতা একা একা ফিরে আসছে না। এদেরকে আনা হচ্ছে আফ্রিকার দেশ নামিবিয়া থেকে। ৮টি চিতার একটি দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে আনা হয়েছে।

এক মাসের লম্বা কোয়ারেন্টাইন শেষে এগুলোকে ভারতের জাতীয় উদ্যানে এদের ছেড়ে দেওয়া হবে। 

ভারতে ৭০ বছর আগে চিতাও অন্যান্য বাঘ প্রজাতির সাথে বনে-জঙ্গলে থাকত। স্থলভাগে বাস করা প্রাণীদের মধ্যে চিতা দ্রুততম, ঘণ্টায় ৭০ মাইল বা ১১৩ কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা রাখে এটি।

সাউথ আফ্রিকা ও নামিবিয়া থেকে ভারতে মোট ২০টি চিতা আনা হচ্ছে। এরমধ্যে প্রথম ধাপে ৫টি নারী ও তিনটি পুরুষ চিতা ভারতে পৌঁছেছে শনিবার।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর