২৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৯

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিহীন কিউবা

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিহীন কিউবা

ঘূর্ণিঝড় ইয়ান পশ্চিমাঞ্চলীয় দ্বীপে আঘাত হানার পর পুরো কিউবা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। কিউবাজুড়ে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিন মাত্রার হ্যারিকেন আঘাত হানার সময় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এখন এটি ফ্লোরিডায় আঘাত হেনেছে।
স্থানীয় সময় মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

সূত্র : বিবিসি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর