সিরিয়ার উত্তরপূর্বে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১ জন নিহত হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন বাহিনী এই হামলা চালায়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে মার্কিন বাহিনীর এটা প্রথম অভিযান।
সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘মার্কিন দখলদার বাহিনী কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করে মুলুক সারাই গ্রামে অভিযান চালায়।যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা এটিকে মার্কিন সেনাবাহিনীর প্রথম অভিযান উল্লেখ করলেও নিহতের পরিচয় সরবরাহ করেনি।
মুলুক সারাই গ্রামের একজন বাসিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনা বহনকারী হেলিকপ্টার রাতে অবতরণ করে। বাড়িতে হানা দিয়ে তারা একজনকে হত্যা করে। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযানের সময় লাউডস্পিকারে বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দেয় মার্কিন বাহিনী।
সিরিয়ায় নিয়োজিত মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এখন পর্যন্ত দেওয়ার মতো কোনো তথ্য তাদের নেই।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন বাহিনী সিরিয়ায় অবস্থান করছে। গত জুলাইয়ে আইএসের শীর্ষ এক নেতাকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল