৭ অক্টোবর, ২০২২ ১৭:৪৮

মাসা আমিনির ফরেনসিক রিপোর্টে দাবি আঘাতে মৃত্যু হয়নি

অনলাইন ডেস্ক

মাসা আমিনির ফরেনসিক রিপোর্টে দাবি আঘাতে মৃত্যু হয়নি

ইরানের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর কারণ জানিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। সংস্থাটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মাল্টিপল অর্গান ফেইলর (বিভিন্ন অঙ্গ অকার্যকর) হওয়াসহ ব্রেই হাইপক্সিয়ায় (ব্রেনে অক্সিজেন না পৌঁছানো) তার মৃত্যু  হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির হাসপাতালে মৃত্যু হয়। এর তিন দিন আগে ‘সঠিকভাবে’ হিজাব না পরার কারণে তেহরানের পুলিশ তাকে গ্রেফতার করে।   

ইরানের ফরেনসিক সংস্থা শুক্রবার মাসা আমিনির মৃত্যুর কারণ সম্পর্কে দেওয়া বিবৃতিতে বলেছে, মেডিক্যাল রেকর্ডসহ সর্বপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, সেরিব্রাল হাইপক্সিয়ায় তার মৃত্যু হয়েছে। যদিও মাসা আমিনির পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

তবে ফরেনসিক পরীক্ষায় মাথা কিংবা শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের কারণে তার মৃত্যু হয়নি বলে দাবি করা হয়েছে। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর