১০ অক্টোবর, ২০২২ ১৬:০৪

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যারা

অনলাইন ডেস্ক

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যারা

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেন এস. বার্নানকে, ডগলাস ডব্লিউ. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. ডিবভিগ।‌ ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য তাদের নোবেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।

নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থনৈতিক বিজ্ঞানে এই বছরের বিজয়ীরা অর্থনীতিতে ব্যাংকগুলির ভূমিকা, বিশেষ করে আর্থিক সংকটের সময় তাদের ভূমিকা সম্পর্কে আমরা যাতে আরও ভালো করে বুঝতে পারি তা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন। তাদের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো- কেন ব্যাঙ্কের পতন এড়ানো গুরুত্বপূর্ণ।

আধুনিক ব্যাংকিং বিষয়ে গবেষণায় এটা ব্যাখ্যা করা হয়, কেন আমাদের ব্যাংকব্যবস্থা বিদ্যমান আছে, কীভাবে সংকটকালীন ব্যাংকগুলোর ঝুঁকি কমানো যায় এবং কীভাবে ব্যাংকের পতন আর্থিক সঙ্কটকে আরও বাড়িয়ে তোলে। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে এই গবেষণার ভিত্তি স্থাপন করেছিলেন বেন এস. বার্নানকে, ডগলাস ডব্লিউ. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. ডিবভিগ। আর্থিক বাজার নিয়ন্ত্রণ এবং আর্থিক সংকট মোকাবেলায় তাদের বিশ্লেষণগুলো বাস্তবমুখী গুরুত্ব বহন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর