১৪ অক্টোবর, ২০২২ ১২:০৯

ক্যাপিটল দাঙ্গায় সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ক্যাপিটল দাঙ্গায় সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারির সিদ্ধান্ত

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি সমন জারি করতে যাচ্ছে ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় গঠিত কংগ্রেসের তদন্ত কমিটি। সমন জারি করে ওই ঘটনায় সাক্ষ্য দেওয়ার ডাকা হবে তাকে।

মার্কিন কংগ্রেসের যে কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারির এ দাঙ্গার ঘটনা তদন্ত করছে, তারা বৃহস্পতিবার ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দেয়।

৯ সদস্যের এ প্যানেলে ৭ জন ডেমোক্র্যাট ও ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা রয়েছেন। ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে নয়টি। অর্থাৎ প্যানেলের সব সদস্য সমন জারির পক্ষে ভোট দিয়েছেন। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর