২৫ অক্টোবর, ২০২২ ০৯:১৭

শি জিনপিং পুনরায় নেতা নির্বাচিত হতেই চীনের শেয়ারবাজারে ধস

অনলাইন ডেস্ক

শি জিনপিং পুনরায় নেতা নির্বাচিত হতেই চীনের শেয়ারবাজারে ধস

প্রতীকী ছবি

প্রকাশ্যে এল চীনের জিডিপি রিপোর্ট। জুলাই-সেপ্টেম্বর তিন মাসে দেশটির অর্থনীতির চাকা ৩.৯ শতাংশ হারে গড়ালেও গত কয়েক দশকে তা সর্বনিম্ন। পাশাপাশি, শি জিনপিং টানা তৃতীয়বারের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সোমবার ধস নামল দেশটির শেয়ার বাজারে। কোনওরকম পূর্বাভাস ছাড়াই সোমবার সাংহাই কম্পোজিট ইনডেক্ট ২ শতাংশের বেশি পড়ে যায়। হংকংয়ের হ্যাং সেংয়ের পতন হয়েছে প্রায় ৬.৪ শতাংশ।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চীনের শিল্পপতিরা ৯০০ কোটি ডলারেরও বেশি সম্পদ খুইয়েছেন। গত সপ্তাহেই চীনের জিডিপির হার প্রকাশ করার কথা ছিল। কিন্তু, শাসকদলের পার্টি সম্মেলনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে সোমবার প্রকাশ্যে এল দেশটির বৃদ্ধির হার। সেখানে দেখা যাচ্ছে, গত তিন মাসে অর্থাৎ এপ্রিল-জুন মাসের থেকে ০.৪ শতাংশ জিডিপি বেড়েছে। এই অবস্থায় চীনকে অশনিসঙ্কেত শুনিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ ও একাধিক বেসরকারি সংস্থা। তাদের মতে, চলতি বছরে চীনের আর্থিক বৃদ্ধির হার হবে সাকুল্যে ৩ শতাংশ। সূত্র: ব্লুমবার্গ, ফোর্বস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর