৩০ অক্টোবর, ২০২২ ১১:৫২

পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি ঘুরে দেখলেন কেনেডি পরিবার

অনলাইন ডেস্ক

পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি ঘুরে দেখলেন কেনেডি পরিবার

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক থেকে সংগৃহীত

রিকশায় করে পুরান ঢাকায় ঘোরাঘুরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর এবং বাংলাদেশের বন্ধু এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। এসময় তার পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। ঐতিহাসিক লালবাগ কেল্লাও ঘুরে দেখেছেন তারা। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তাদের বাংলাদেশ সফর।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস কেনেডি পরিবারের ঘোরাঘুরির চারটি ছবি পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। সঙ্গে লিখেছে, ‌‘এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তার পরিবারকে বাংলাদেশে স্বাগত! ঢাকা সফরের প্রথম দিনে তারা রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায় যাত্রাবিরতি নেন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই ঐতিহাসিক সফর সম্পর্কে আরও পড়ুন: http://ow.ly/ph2X50LoWO5

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানকে মদদ দেন। তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জোরালো সমর্থন ছিল সিনেটর টেড কেনেডি হিসেবে পরিচিত এডওয়ার্ড এম কেনেডির।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর