২ নভেম্বর, ২০২২ ১২:৫৪

আবারও ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?

অনলাইন ডেস্ক

আবারও ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত ফের ক্ষমতায় আসতে চলেছেন। ভোটকেন্দ্র থেকে তেমনই আভাস মিলছে। নেতানিয়াহু নিজেও এ বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। লিকুদ পার্টির নির্বাচনী সদর দফতরে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা একটি বড় জয়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রতি ইসরায়েলের প্রচুর মানুষের আস্থা রয়েছে’।

১২ বছর টানা শাসনের পর গত বছর ক্ষমতাচ্যুত হন নেতানিয়াহু। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। ভোটে নেতানিয়াহু এগিয়ে থাকলেও লাপিদ বলেছেন ‘এখনো কোনো কিছুই চূড়ান্ত’ হয়নি।

বর্তমানে বিরোধী দলের নেতা ও লিকুদ-ন্যাশনাল লিবারেল মুভমেন্টের চেয়ারম্যান নেতানিয়াহু একটি স্থিতিশীল জাতীয় সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে ছিলেন নেতানিয়াহু । 

সূত্র: বিবিসি ও রয়টার্স

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর