৭ নভেম্বর, ২০২২ ১৯:৪৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ, যে তথ্য দিলেন রুশ ব্যবসায়ী

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ, যে তথ্য দিলেন রুশ ব্যবসায়ী

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের কথা স্বীকার করেছেন রুশ ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোঝিন। সোমবার তিনি জানালেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিলে এবং ভবিষ্যতেও একই কাজ অব্যাহত রাখবেন।

প্রথমবারের মতো কোনো রুশ ব্যক্তি এমন স্বীকারোক্তি দিলেন। ২০২০ নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ করেছিল ওয়াশিংটন। তবে তখন এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওই ব্যবসায়ী বলেন, ‘আমরা হস্তক্ষেপ করেছিলাম। আমরা হস্তক্ষেপ করছি এবং ভবিষ্যতে এই হস্তক্ষেপ অব্যাহত থাকবে। সতর্কভাবে, সঠিকভাবে এবং আমাদের মতো করে। আমরা জানি কীভাবে এটা করতে হয়।’

ইয়েভজেনি প্রিগোঝিন আরও বলেন, ‘আমাদের পিনপয়েন্ট অপারেশনে আমরা কিডনি ও লিভার দুটিই একসাথে সরিয়ে ফেলবো।’ তবে সেটা কীভাবে সেই পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা দেননি এই ব্যবসায়ী।

পুতিনঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ী নানা কারণেই মার্কিন, ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রয়েছে। সম্প্রতি তিনি ইউক্রেনে রুশ জেনারেলদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বেশ আলোচনায় আসেন।

সূত্র: রয়টার্স 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর