৯ নভেম্বর, ২০২২ ০৯:৫০

পক্ষপাতদুষ্ট আচরণ করছেন জাতিসংঘ মহাসচিব: উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

পক্ষপাতদুষ্ট আচরণ করছেন জাতিসংঘ মহাসচিব: উত্তর কোরিয়া

প্রতীকী ছবি

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ং ইয়ং।

উত্তর কোরিয়া বলছে, জাতিসংঘের এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ কোরীয় উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন-গিয়ং মঙ্গলবার এক বিবৃতিতে তার দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘মার্কিন সামরিক উস্কানির মোকাবিলায় আত্মরক্ষার লক্ষ্যে নিছক পাল্টা প্রতিক্রিয়া’ বলে দাবি করেন।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এত অবনতির জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষপাতদুষ্ট ও অন্যায় আচরণ কোনও না কোনওভাবে দায়ী।

সম্প্রতি পরপর বেশ কয়েকদিন উত্তর কোরিয়া স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অ্যান্তোনিও গুতেরেস গত শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে নিয়ে অবিলম্বে এ ধরনের ‘উস্কানিমূলক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানান।

কোরীয় উপদ্বীপে গত দুই সপ্তাহ ধরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে দেশটিতে আগ্রাসন চালানোর আগাম প্রস্তুতি বলে মনে করে। পিয়ং ইয়ং বলছে, ওই মহড়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সূত্র: সিজিটিএন, আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর