৯ নভেম্বর, ২০২২ ১৪:২৮

আপত্তিকর আচরণের অভিযোগ; ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ উইলিয়ামসনের

অনলাইন ডেস্ক

আপত্তিকর আচরণের অভিযোগ; ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ উইলিয়ামসনের

স্যার গ্যাভিন উইলিয়ামসন

আপত্তিকর আচরণের অভিযোগ উঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। 

উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত তার নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে ব্রিটেনের গণমাধ্যমে খবর বের হওয়ার পর চাপে পড়েন উইলিয়ামসন। প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উদ্দেশে ৮ নভেম্বর লেখা পদত্যাগপত্রে উইলিয়ামসন বলেছেন, ‘তিনি তদন্ত পূর্ণ সহযোগিতা করবেন। মন্ত্রিসভায় না থাকলেও পেছন থেকে দলকে সমর্থন দিয়ে যাবেন’। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঋষি।

উইলিয়ামসন আরও জানিয়েছেন, তিনি আপত্তিকর বার্তা পাঠানোর জন্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। তবে অন্য অভিযোগ সত্য নয়। সুষ্ঠু তদন্ত ও সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সে জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর