১৫ নভেম্বর, ২০২২ ১২:০৬

যুদ্ধ শেষ করতে রাশিয়াকে চাপ প্রয়োগ করুক চীন, জিনপিংয়ের প্রতি আহ্বান ম্যাক্রোঁনের

অনলাইন ডেস্ক

যুদ্ধ শেষ করতে রাশিয়াকে চাপ প্রয়োগ করুক চীন, জিনপিংয়ের প্রতি আহ্বান ম্যাক্রোঁনের

ফ্রান্সের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের আগে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁন এই আহ্বান জানান।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শি জিনপিংয়ের কাছে ম্যাক্রোঁন রাশিয়াকে আলোচনার টেবিলে আনার আহ্বানও জানিয়েছেন।

সম্মেলন শুরুর আগে বৈঠকে শি জিনপিংকে ফরাসি প্রেসিডেন্ট  ‘ইউক্রেন যুদ্ধ যেন আরও তীব্র না হয়’ পুতিনকে এই বার্তা প্রদানের আহ্বান জানান। পুতিন যেন সিরিয়াসলি আলোচনার টেবিলে বসে সেই আহ্বানও জানান তিনি।

ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা আলাপ করেন ম্যাক্রোঁন। আলাপের শুরুতে দুই নেতা করমর্দন করে শুভেচ্ছা জানান। ম্যাক্রোঁন বলেন, রাশিয়ার যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট মোকাবিলায় বিশ্বকে ‘ঐক্যবদ্ধ শক্তি’তে পরিণত হওয়া উচিত।

ম্যাক্রোঁনের সঙ্গে আলোচনায় শি জিনপিং সরাসরি ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করেননি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জিনহুয়ার খবরে বলা হয়েছে, শি জিনপিং বলেছেন, বিশ্ব এখন  দাঙ্গাময় পরিস্থিতি এবং এক ধরনের রূপান্তর অবস্থা অতিক্রম করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর