১৫ নভেম্বর, ২০২২ ১২:৩১

আসিয়ান সম্মেলন আয়োজনের পর করোনায় আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আসিয়ান সম্মেলন আয়োজনের পর করোনায় আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

আসিয়ান সম্মেলনের ছবি

আসিয়ান সম্মেলন আয়োজনের পর করোনায় আক্রান্ত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। করোনায় আক্রান্ত হলেও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর শরীরে কোনো উপসর্গ নেই। জি২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই আজ মঙ্গলবার তিনি এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তা জনিত কারণে আজই প্রতিনিধি দলের সঙ্গে তিনি দেশে ফিরে যাবেন।

করোনায় আক্রান্ত হয়ে বিস্মিত হুন সেন। ফেসবুক পোস্টে হুন সেন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী! আমি কোভিড–১৯–এ সংক্রমিত হয়েছি। বালিতে জি–২০ সম্মেলনে অংশ নিতে যাত্রার আগে প্রতিদিন করোনা পরীক্ষা করা হয়েছিল। সেসব পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। আমি বুঝতে পারছি না কখন করোনায় সংক্রমিত হয়েছি’! 

এএফপি জানিয়েছে, গত রবিবার শেষ হওয়া অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলনে হুন সেন দক্ষিণ পূর্ব এশিয়ার আট দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার নেতারাও যোগ দিয়েছিলেন। সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের সময় হুন সেনের মুখে মাস্ক ছিল না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর