১৫ নভেম্বর, ২০২২ ১৪:৩০

ইয়েমেনগামী জাহাজ থেকে ৭০ টন মিসাইল ফুয়েল জব্দের দাবি

অনলাইন ডেস্ক

ইয়েমেনগামী জাহাজ থেকে ৭০ টন মিসাইল ফুয়েল জব্দের দাবি

তাৎক্ষণিকভাবে ইরান কিংবা হুতি বিদ্রোহীরা এটা নিয়ে মন্তব্য করেনি

ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজ থেকে ৭০ টন মিসাইল ফুয়েলের উপাদান জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর দাবি, জাহাজে থাকা সারের বস্তায় তারা এই মিসাইল ফুয়েল পান।

ইয়েমেনের হুতি ও সৌদি আরব জোটের মধ্যে গত এক বছরের বেশি সময় যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির সময়ে প্রথম বারের মতো এই ধরনের উপাদান জব্দ করল মার্কিন বাহিনী।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ভূমধ্যসাগরে টহলরত দুটি মার্কিন জাহাজ কাঠের তৈরি একটি যান থামায়। স্থানীয়ভাবে এটি ‘ঢো’ নামে পরিচিত। সপ্তাহব্যাপী অনুসন্ধানে নাবিকরা নৌকায় রাখা বস্তায় ‘অ্যামোনিয়াম পারক্লরেট’ জব্দ করে। প্রাথমিকভাবে তাদের কাছে এগুলো ইউরিয়া মনে হয়েছিল।

এই অ্যামোনিয়াম মধ্য রেঞ্জের ব্যালেস্টিক মিসাইলে ব্যবহৃত হয়। তাৎক্ষণিকভাবে ইরান কিংবা হুতি বিদ্রোহীরা এটা নিয়ে মন্তব্য করেনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর