১৬ নভেম্বর, ২০২২ ২১:৫৫

জলবায়ু সম্মেলনে এখনও একমত হতে পারেননি নেতারা

অনলাইন ডেস্ক

জলবায়ু সম্মেলনে এখনও একমত হতে পারেননি নেতারা

দ্রুত কার্যকর ও সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা

জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ কপ–২৭– সম্মেলন আগামী শুক্রবার মিশরের শার্ম আল-শেখে শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত দেশগুলো একটি কার্যকর জলবায়ু চুক্তি কিংবা ঘোষণার বিষয়ে একমত হতে পারেনি। দেশগুলোর কাছে জলবায়ু বিশেষজ্ঞরা দ্রুত কার্যকর ও সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০২০ সালের পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন রোধে একটি ফ্রেমওয়ার্ক ঘোষণা করার চেষ্টা চলছে। বুধবার পর্যন্ত এর ২২টি শর্তের মাত্র দুটির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশগুলো। এ পরিস্থিতিতে জলবায়ু বিশেষজ্ঞরা বুধবার একটি বিবৃতি দিয়ে দ্রুত কার্যকর ও সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আগামী মাসে কানাডার মন্ট্রিলের জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো জরুরি।

প্যারিস চুক্তির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্ব একবার এক হয়েছিল। এখন আবারও এক হওয়ার সময় এসেছে। ২০৩০ সালের আগেই বাসযোগ্য বিশ্ব গড়তে দ্রুত সম্মিলিত উদ্যোগ নিন। বিশ্বনেতাদের প্রতি বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বারবার সুযোগ নষ্ট করতে পারি না, এখন সাহসী নেতৃত্ব প্রয়োজন।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে বুধবার দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাদের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা প্রদানের উদ্যোগ চালু রাখার কথা বলেছে। তবে জলবায়ু বিশ্লেষকদের দাবি, এটা পর্যাপ্ত নয়। বিশ্ববাসী এসব দেশের কাছে আরও সুনির্দিষ্ট কিছু প্রত্যাশা করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর