২১ নভেম্বর, ২০২২ ১৭:০৩

নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে লন্ডনে আইএস বধূ শামীমার আপিল শুনানি শুরু

অনলাইন ডেস্ক

নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে লন্ডনে আইএস বধূ শামীমার আপিল শুনানি শুরু

শামীমা বেগম (ডানে ২০১৯ সালে, বাঁয়ে ২০২১ সালে)।

যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আইএস বধূ শামীমা বেগমের আপিল আবেদনের শুনানি শুরু হচ্ছে। লন্ডনের একটি আদালতে স্থানীয় সময় সোমবার এই  আপিল শুনানি শুরু হবে।

১৫ বছর বয়সে শামীমা তার দুইজন বান্ধবীর সঙ্গে ২০১৫ সালে সিরিয়ায় পালিয়ে যায়। তারা তিনজনই ছিলেন বাংলাদেশি–অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী। সিরিয়ায় পাড়ি দিয়ে শামীমা বেগম ডাচ্‌ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ এক সাংবাদিক সিরিয়ার একটি শরণার্থীশিবিরে শামীমার সাক্ষাৎ পান। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। এর কিছুদিন পর শামীমা একটি ছেলেসন্তানের জন্ম দেন। তবে কিছুদিন পর শিশুটির মৃত্যু হয়। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করে। এর বিরুদ্ধে আপিল করেন শামীমা।

আপিল আবেদনে শামীমা বলেন, তিনি (শিশু অবস্থায়) পাচারের শিকার। কানাডার একজন গোয়েন্দা তাকে সিরিয়ায় পাচার করেন।

শামীমা বেগমের আপিল লন্ডনের বিশেষ শরণার্থী কমিশনে শুনানি হবে। এটা (শুনানি) পাঁচদিন স্থায়ী হবে। শামীমা বেগম ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত যুবকের সঙ্গে বসবাসকালীন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সূত্র: স্কাই নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর