২২ নভেম্বর, ২০২২ ০৯:২৩

বাহরাইনে আজ থেকে শুরু মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ গহনা ও ঘড়ি প্রদর্শনী

অনলাইন ডেস্ক

বাহরাইনে আজ থেকে শুরু মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ গহনা ও ঘড়ি প্রদর্শনী

প্রতীকী ছবি

আরব দেশ বাহরাইনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ গহনা ও ঘড়ি প্রদর্শনী। দেশটির সাকির নগরীর ‘এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইন’ এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে।

বাহরাইন নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদর্শনীতে ৩০টির বেশি দেশ থেকে ৬৫০টিরও বেশি বিলাসবহুল জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে তারা শুধুই একক এক্সক্লুসভি সংগ্রহগুলো প্রদর্শন করবেন।

আকর্ষণীয় এই গহনা প্রদর্শনীর ৩০তম আয়োজন এটি। আয়োজকরা জানিয়েছেন, এবার বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ ইভেন্ট প্রদর্শন হবে। এতে গহনা এবং ফ্যাশনের জন্য নিবেদিত বেশ কয়েকটি প্যাভিলিয়নসহ সূক্ষ্ম গহনার প্রদর্শনী থাকবে। সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর