২২ নভেম্বর, ২০২২ ১৭:৪২

আইএইএর রেজুলেশনের জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান

অনলাইন ডেস্ক

আইএইএর রেজুলেশনের জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান

পরমাণু স্থাপনায় ইরানের পতাকা উড়ছে

দুইটি পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম এবং উন্নততর সেন্ট্রিফিউজ বৃদ্ধি করেছে ইরান। বৈশ্বিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ‘র রেজুলেশনের বিরুদ্ধে ইরান এই পদক্ষেপ নিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার তাদের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় ৬০ শতাংশ ইউরেনিয়াম বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ইরান ইস্পাহানের নাতানঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধির অংশ হিসেবে সেন্ট্রিফিউজে গ্যাস খাওয়ানো শুরু করেছে।

২০২১ সালের এপ্রিলে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার পর ইরান ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধির ঘোষণা দেয়। তবে সার্বিকভাবে ইরানের পরমাণু স্থাপনায় ৯০ শতাংশের কম ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বোমা তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর