১১ ডিসেম্বর, ২০২২ ১১:১৫

আলবেয়ার ক্যামুর প্রতি অ্যানি এরনোর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

আলবেয়ার ক্যামুর প্রতি অ্যানি এরনোর শ্রদ্ধা

অ্যানি এরনো

নোবেলজয়ী ফরাসি লেখক আলবেয়ার ক্যামুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অ্যানি এরনো। এ বছর নোবেল পেয়েছেন ফরাসি লেখক অ্যানি এরনোও। শনিবার তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন।

১৯৫৭ সালে সাহিত্যকর্মের জন্য নোবেল পেয়েছিলেন ক্যামু। স্টকহোমের সিটি হলে ২০০০ অতিথির সামনে বক্তৃতা দেন অ্যানি এরনো। নোবেল পুরস্কারের মঞ্চে অ্যানি এরনো জানান, ‘ক্যামুর নোবেল জয়ের ৬৫ বছর পর নিজেকে এখানে দেখে বিস্ময় ও কৃতজ্ঞতায় আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে। ক্যামুর মতো, তার আগের এবং সমসাময়িক গুণী লেখকদের - যাদের লেখা আমি ভালোবাসি - কাতারে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ’।

অ্যানি এরনো আরও জানান, ‘আমার কাজকে স্বীকৃতি দিয়ে আপনারা আমাকে বাস্তবতা খোঁজার জন্য আরও বেশি উৎসাহিত করেছেন’।
 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর