১৩ ডিসেম্বর, ২০২২ ১৫:১৫

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সে বিপর্যয়; গ্রেফতার হলেন স্যাম

অনলাইন ডেস্ক

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সে বিপর্যয়; গ্রেফতার হলেন স্যাম

স্যাম ব্যাংকম্যান-ফ্রায়েড

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সে বিপর্যয়ের পর এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রায়েডকে গ্রেফতার করা হয়েছে। বাহামাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্যামকে মঙ্গলবার বাহামাসের রাজধানী নাসাউয়ের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হতে পারে। 

এফটিএক্স এক্সচেঞ্জ গ্রাহকদের বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির সাথে সাধারণ অর্থ কেনাবেচা করার সুযোগ করে দিয়েছিল। গতমাসে যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করে এফটিএক্স। এর ফলে এফটিএক্সের গ্রাহকরা তাদের তহবিল তুলে নিতে গিয়ে সমস্যায় পড়ছেন। আদালতে জমা দেওয়া নথির বরাতে জানা গেছে, ৫০ জন বৃহৎ ঋণদাতার কাছে ৩.১ বিলিয়ন ডলার ঋণ রয়েছে এফটিএক্সের। তবে কতজন গ্রাহক তাদের অর্থ ফেরত পাবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

পুলিশ জানিয়েছে, আর্থিক বিষয় সম্পর্কিত অপরাধের কারণে ৩০ বছর বয়সী স্যামকে গ্রেফতার করা হয়েছে। স্যাম যুক্তরাষ্ট্র ও বাহামার আইন লঙ্ঘন করেছেন।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর