২০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩

আবুধাবিতে শিক্ষকতায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

অনলাইন ডেস্ক

আবুধাবিতে শিক্ষকতায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

ডেভিড ক্যামেরন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করতে যাচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। জানা গেছে, তিনি সেখানকার ‘নিউইয়র্ক ইউনিভার্সিটি’তে ‘সংকটের সময় সরকার ও রাজনীতি চর্চা’ সংক্রান্ত একটি বিষয় পড়াবেন।

গণমাধ্যমের খবরে গেছে, বিশ্ববিদ্যালয়টি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি কিছু কোর্স চালু করেছে। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া তিন সপ্তাহের একটি কোর্সে তিনি ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে অভিবাসন সংকট নিয়েও লেকচার দেবেন। অবশ্য ওই কোর্সে ব্রেক্সিট বা এ জাতীয় বিষয়াদি পড়ানো হবে কি না তা নিয়ে কিছু জানা যায়নি।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্যামেরন। ওই সময় ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার প্রশ্নে একটি গণভোট করেন তিনি। এতে ব্রেক্সিটের পক্ষে বেশিরভাগ ভোট পড়ায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্যামেরন। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর