২০ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৮

ভোটে হেরে যা বললেন মাস্ক

অনলাইন ডেস্ক

ভোটে হেরে যা বললেন মাস্ক

টুইটার কিনেই নানা বিতর্কিত কর্মকাণ্ড করে বেশকিছুদিন ধরে আলোচনায় আছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার এমন কাণ্ডে অনেকেই বিরক্ত। 

শনিবার টুইটারে মাস্ক প্রশ্ন করেছিলেন, তার কী কোম্পানিটির প্রধানের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত? কেবল প্রশ্ন নয়, কথাও দিয়েছিলেন তিনি এই ভোটের ফল মেনে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। 

সোমবার শেষ হওয়া সেই ভোটের ফলে দেখা গেছে, মাস্কের পদত্যাগের পক্ষে ভোট দিয়েছেন ৫৭ শতাংশ ব্যবহারকারী।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে ১০ মিলিয়ন মানুষ মাস্কের পদত্যাগের পক্ষে। 

তবে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টায় মাস্ক কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘ইন্টারেস্টিং’। সাথে ফেক অ্যাকাউন্টের বিষয়টিও আবারও সামনে এনেছেন। হয়তো বোঝাতে চাইছেন তার বিপক্ষে ভোট দেওয়াদের অনেকেই ফেক অ্যাকাউন্টধারী।

তবে ভোটের ফল মেনে পদত্যাগ করবেন নাকি আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।

সূত্র: গার্ডিয়ান


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর