২০ ডিসেম্বর, ২০২২ ১৬:৩০

নাৎসি ক্যাম্পের সাবেক সচিবের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নাৎসি ক্যাম্পের সাবেক সচিবের কারাদণ্ড

ইরমগার্ড ফচনার

হলোকাস্টের সময় দশ হাজারের বেশি হত্যাকাণ্ডের দায়ে নাৎসি ক্যাম্পের সাবেক একজন সচিবকে (সেক্রেটারি) কারাদণ্ড প্রদান করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরমগার্ড ফচনার নাৎসি দখলকৃত পোলান্ডের গদানস্কের কাছে একটি ক্যাম্পে নাৎসি কমান্ডারের অধীন স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট হিসেবে কাজ করতেন।

১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সালে নাৎসি শাসন শেষ হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছিলেন।

উত্তর জার্মানির জেহো আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরমগার্ড ফচনারকে ২ বছরের কারাদন্ড (স্থগিত) প্রদান করেছে। বিচারক বলেছেন, যদিও ইরমগার্ড একটি বেসামরিক পদে দায়িত্ব পালন করতেন, তবে ক্যাম্পের মধ্যে কী সংঘটিত হতো সেটা সম্পর্কে তিনি জানতেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে যখন তার বিরুদ্ধে বিচার শুরু হয়, ফচনার তখন তার অবসরকালীন বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে হামবার্গের একটি সড়কে খুঁজে পায় পুলিশ।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী আজ থেকে ৭৫ বছর আগে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে আউশভিৎস-বিরকেনাউ বন্দিশিবিরে পৌঁছানোর আগে ১ দশমিক ১ মিলিয়ন বেসামরিক মানুষকে হত্যা করে জার্মানির নাৎসি বাহিনী। নিহত লোকজনের অধিকাংশই ছিল ইহুদি। এই হত্যাকাণ্ড ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত।

জার্মানি হলোকাস্টের সঙ্গে জড়িত বেশ কয়েকজন দোষীকে বিচারের মুখোমুখি করেছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর