২৬ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৫

কর্নাটকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক, থার্টি ফাস্টেও বিধিনিষেধ

অনলাইন ডেস্ক

কর্নাটকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক, থার্টি ফাস্টেও বিধিনিষেধ

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া রোধ করতে নতুন বিধিনিষেধ জারি করেছে ভারতের কর্নাটক রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী জনাকীর্ণ এলাকায় মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, রেস্তোরাঁ, পানশালা, সিনেমাহল, স্কুল ও কলেজে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এছাড়াও ইংরেজি নববর্ষ উদযাপনও রাত একটার মধ্যে শেষ করতে হবে।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, ‘কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পূর্ব সতর্কতা হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এছাড়াও কর্নাটক সরকার বলেছে, বয়স্ক, অন্তঃসত্তা ও শিশুদের জনাকীর্ণ জায়গা ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আর রুদ্ধদ্বার অনুষ্ঠানেও আসন সংখ্যার বেশি জমায়েত না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।


সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর